স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৩

চ্যাম্পিয়ন্স লিগে আজ যাদের খেলা

২০১৯-২০২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবং নাপোলির ম্যাচ থাকছে প্রথম দিনেই। এদিন আরও মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর গেলবারের সেমিফাইনালিস্ট আয়াক্সের ম্যাচও।

চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমের প্রথম ম্যাচ ডে’তে থাকছে মোট আটটি ম্যাচ। অলিম্পিক লিও এবং জেনিতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, একই সময়ে থাকছে ইন্টার মিলান এবং স্লাভিয়া প্রাগের মধ্যকার ম্যাচও। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে।

বুধবার রাত একটা থেকে শুরু হবে এবারের আসরের প্রথম দিনের আরও ছয়টি ম্যাচ। এর মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল লিভারপুল আর সেই সাথে আরও রয়েছে দুই সেমিফাইনালিস্ট আয়াক্স এবং বার্সেলোনার ম্যাচও। কেবল চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমের সেমিফাইনালিস্ট কিংবা চ্যাম্পিয়নদের ম্যাচই নয়, আরও রয়েছে ইংলিশ লিগের বড় দল চেলসি আর স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচও।

বর্তমান শিরোপাধারী লিভারপুল রাত একটায় ইতালির স্তাদিও সান পাওলোর মাঠে লড়বে নাপোলির বিপক্ষে। আয়াক্স ঘরের মাঠে আতিথ্য দেবে লিলেকে। চেলসির বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে খেলবে ভ্যালেন্সিয়া।

ইনজুরি কাঁটিয়ে দলের সাথে ট্রেনিংয়ে ফেরা লিওনেল মেসির দল বার্সেলোনা খেলবে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ইতিহাসে প্রথমবারের মতো ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। এর আগে কখনোই বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হয়নি বার্সা।

ইউরোপিয়ান জায়ান্টদের ঘরের মাঠে জাপটে ধরাটা বুরুশিয়ার পুরাতন ইতিহাস। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেও, সিগন্যাল ইদুনা পার্কে রিয়ালকে ২-০ ব্যবধানে হারানোটা বোঝায় বুরুশিয়ার ঘরের মাঠের শক্তি।

সনি টেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। ম্যাচ গুলি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
রাত ১০-৫৫ মি. ইন্টার মিলান-স্লাভিয়া প্রাগ সনি টেন ২
রাত ১০-৫৫ মি. লিঁও-জেনিত সনি ইএসপিএন

রাত ১টা নাপোলি-লিভারপুল সনি টেন ২
রাত ১টা চেলসি-ভ্যালেন্সিয়া সনি সিক্স
রাত ১টা ডর্টমুন্ড–বার্সেলোনা সনি টেন ১

আপনার মন্তব্য

আলোচিত