স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৪৬

রেডস্টারকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ

সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম শুরু করেছে জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায় নিকো কোভাচের দল। প্রথমার্ধে কিংসলে কোমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি ও টমাস মুলার।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা বায়ার্ন এগিয়ে যায় ৩৩তম মিনিটে। ইভান পেরিসিচের ক্রসে শরীর শূন্যে ভাসিয়ে দর্শনীয় এক হেডে গোল করেন ফরাসি মিডফিল্ডার কোমান।

প্রথমার্ধের শেষদিকে ফিলিপে কৌতিনিয়ো বল জালে জড়ালেও ব্রাজিলের এই মিডফিল্ডার অফ-সাইডে থাকায় গোলের বাঁশি বাজাননি রেফারি।

প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলা রেড স্টার বেলগ্রেডের রক্ষণ দৃঢ়তায় দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানো গোলের দেখা পাচ্ছিল না বায়ার্ন। ৬৫তম মিনিটে ক্রসবারে লেগে ফেরে পেরিসিচের শট।

৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। রক্ষণের ভুলে ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই পোলিশ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মুলার।

‘বি’ গ্রুপের আরেক ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার ২-২ গোলে ড্র করেছে।

আপনার মন্তব্য

আলোচিত