স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৫

রশিদ খানের ফাইনাল খেলা নিয়ে সংশয়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালের ড্রেস রিহার্সেলে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রশিদ খান। ফলে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে আফগানিস্তান অধিনায়কের থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

লিগ পর্বের এই ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। সেই ম্যাচটিতেই বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিং করতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান রশিদ খান। শুশ্রূষা নিয়ে কিছুক্ষণ পর মাঠে ফিরলেও খুঁড়িয়ে খুঁড়িয়েও বল করে উইকেট নিয়েছেন।

সার্বিকভাবে বোঝা যাচ্ছিল পা ফেলতে সমস্যা হচ্ছিল তার। তার পরেও বল করে গেছেন চোট নিয়ে। এমন অবস্থায় ফাইনালে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

টিম ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই জানিয়েছেন, আমি বলতে পারছি না সে ফাইনালে খেলবে।

তাই বলে তার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তারপরেই বলেছেন, সে কিন্তু উন্নতি করছে। দেখা যাক কী হয়।

জাই আরও বলেছেন, রশিদ খানের উন্নতির জন্য হাতে রয়েছে আরও কিছু সময়, ‘আমাদের হাতে ওর উন্নতির জন্য দুই থেকে তিন দিন সময় রয়েছে। আশা করছি তার চোট হয়তো তেমন গুরুতর নয়। সে আমাদের অধিনায়ক এমনকি আক্রমণের মূল ভরসা। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করবো। তারপরেই সিদ্ধান্ত নেবো।’

আপনার মন্তব্য

আলোচিত