স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৩৭

চেলসিকে হারিয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো। দ্বিতীয়ার্ধে চেলসির এনগোলো কঁতে ব্যবধান কমালেও ইয়ুর্গেন ক্লপের দলের জয় রুখতে পারেননি।

ম্যাচের চতুর্দশ মিনিটে অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের খানিকটা বাইরে ফ্রি-কিক পেয়ে সরাসরি শট না নিয়ে একটু পেছনে ঠেলে দেন মোহাম্মদ সালাহ। আর ছুটে এসে দুর্দান্ত এক শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন অ্যালেকজ্যান্ডার আর্নল্ড।

৩০তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো।

৭১তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান এনগোলো কঁতে। ডান দিক থেকে আসপিলিকুয়েতার পাস ধরে ডি-বক্সে ঢুকে ঘিরে থাকা ডিফেন্ডারদের মধ্যে দিয়ে ডান পায়ের শটে পোস্ট ঘেঁষে স্কোরলাইন ২-১ করেন ফরাসি মিডফিল্ডার কঁতে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হারল চেলসি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে ভালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল লন্ডনের ক্লাবটি।

এদিকে, ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। শনিবার ওয়াটফোর্ডকে ৮-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ১১। রোববারের অন্য ম্যাচে ঘরের মাঠে আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আর্সেনাল ও ওয়েস্ট হ্যামের পয়েন্টও সমান ১১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে উনাই এমেরির আর্সেনাল। লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চেলসি জিতেছে ও ড্র করেছেও সমান দুটি করে। ৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে দলটি।

আপনার মন্তব্য

আলোচিত