স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১২

রিয়ালের ত্রাতা করিম বেনজেমা

সেই কবে সেভিয়ার মাঠে জিতেছিল রিয়াল মাদ্রিদ সে হিসাব মেলাতে গেলে সামনে চলে আসে বছর চার। ২০১৫ সালে সর্বশেষ আন্দালুসিয়া থেকে জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ, এরপর কেবলই হতাশার গল। অবশেষে হতাশার গল্পে ছেদ পড়ল। রিয়ালের ত্রাতা হয়ে আবির্ভুত হলেন করিম বেনজেমা। তার গোলে সেভিয়া-গেরো কাটল জিনদিনে জিদানের দলের।

রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথম গোলের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৫তম মিনিটে করিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন এদেন আজার। তবে সেটা আটকে দেন সেভিয়া গোলরক্ষক। এর তিন মিনিট পর দানি কারবাহালের শট আবারও রুখে দেন গোলরক্ষক।

ফল নির্ধারণী গোল মাসে ম্যাচের ৬৪তম মিনিটে। সেভিয়ার মাঠে চার বছর পর রিয়াল মাদ্রিদকে জয়ের পথ দেখিয়ে দেন বেনজেমা। বাই লাইন থেকে কারবাহালের ক্রসে হেডে জাল খুঁজে নেন ফরাসি এই স্ট্রাইকার।

এনিয়ে আসরে তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। প্রথম হারের তেতো স্বাদ পায় সেভিয়া।

এই জয়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে আছে আথলেতিক বিলবাও। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ১০।

আপনার মন্তব্য

আলোচিত