ক্রীড়া প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৯

বঙ্গবন্ধুতে সুনামগঞ্জ, বঙ্গমাতায় সিলেট চ্যাম্পিয়ন

জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-তে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলা অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) তে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে এ দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে সুনামগঞ্জ জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে সিলেট জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। সিলেট জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এর পক্ষে নোমান ১ গোল ও শাহজাহান ১ গোল করেন এবং সুনামগঞ্জ জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এর পক্ষে বাপ্পু মিয়া ১ গোল ও শাহজাহান ১ গোল করেন।

এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হন সুনামগঞ্জ জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ৮ নং জার্সিধারী খেলোয়াড় তোফায়েল আহমেদ জাহেদ ও সর্বোচ্চ গোলদাতা মনোনীত হন সিলেট জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ৬ নং জার্সিধারী খেলোয়াড় তারেকুর রহমান মেহেদী।

অপরদিকে, বঙ্গমাতা ফুটবলের ফাইনালে সিলেট জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ৩-০ গোলে সুনামগঞ্জ জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিলেটের পক্ষে রেশমী বেগম ১ টি, রিমি রানী ১ গোল ও শামীমা বেগম ১টি গোল করেন।

উক্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হন সিলেট জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ৫ নং জার্সিধারী খেলোয়াড় তছলিমা আক্তার তন্বী ও সর্বোচ্চ গোলদাতা মনোনীত হন সিলেট জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ৭ নং জার্সিধারী খেলোয়াড় শামীমা বেগম।

ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ এর জেলা প্রশাসক ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুল আহাদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, নাজনীন হোসেন ও কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহ আবু জাকের, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী, রিয়াজ উদ্দিন হেলাল, হাজী মিলাদ আহমদ, শাহাজ উদ্দিন টিপু, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন সিলেট এর কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা ক্রীড়া সংস্থা সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার ও খেলাসমূহের ধারা বর্ণনা করেন মো. আহাদ মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত