স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৯ ০৯:৫৩

সুয়ারেসের জোড়া গোলে বার্সেলোনার প্রথম জয়

চ্যাম্পিয়ন্স লিগ

ম্যাচ তখন মাত্র ৩য় মিনিটে, দিনের প্রথম আক্রমণেই কাম্প নউকে স্তব্ধ করে দিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। এভাবে কেটে গেল প্রথমার্ধের পুরোটা সময়। তবে দ্বিতীয়ার্ধের অদম্য বার্সেলোনাকে আটকাতে পারেনি ইন্টার মিলান, বিশেষত লুইস সুয়ারেসকে; তার দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

কাম্প নউয়ে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গোলশূন্য ড্রয়ের পর কাতালান ক্লাবটির এটি প্রথম জয়।

ইতালির শীর্ষ লিগে অপরাজিত ইন্টারের এটা মৌসুমে প্রথম পরাজয়। চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাহার বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্রয়ে আসর শুরু করেছিল আন্তোনিও কন্তের দল।

তৃতীয় মিনিটে মাঝমাঠে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে আলেক্সিস সানচেসের বাড়ানো থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ক্লেমো লংলেকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি শটে গোলটি করেন মার্তিনেস।

এক গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা ৫৮তম মিনিটে সুয়ারেসের গোলে সমতায় ফেরে। ভিদালের ডান দিক থেকে নেওয়া ক্রসে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির সাইড ভলিতে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার।

৮৪তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোল করেন সুয়ারেস।

এই গ্রুপের অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহার মাঠে ২-০ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড।

‘ই’ গ্রুপে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে অস্ট্রিয়ার দল সালসবুর্ককে ৪-৩ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। আরেক ম্যাচে বেলজিয়ামের ক্লাব হেঙ্কের মাঠে গোলশূন্য ড্র করেছে ইতালির দল নাপোলি।

‘জি’ গ্রুপে জার্মানির ক্লাব লাইপজিগের মাঠে ২-০ গোলে জিতেছে ফ্রান্সের লিওঁ। গ্রুপের অন্য ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ৩-১ গোলে হারিয়েছে পর্তুগালের বেনফিকাকে।

‘এইচ’ গ্রুপে ফ্রান্সের দল লিলের মাঠে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ডের চেলসি। আরেক ম্যাচে স্পেনের ভালেন্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে গতবারের সেমি-ফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্স।

আপনার মন্তব্য

আলোচিত