স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৯ ২৩:২৭

মেসি ছাড়াই এক অন্য এক আর্জেন্টিনা

আর্জেন্টিনা সর্বশেষ হেরেছিল গত জুলাইয়ে, কোপা আমেরিকার সেমিফাইনালে দলটি হেরেছিল চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে। এরপর থেকে টানা পাঁচ ম্যাচ অপরাজিত লিওনেল স্কলানির শিষ্যরা। বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ছাড়াই অদম্য আর্জেন্টিনা এবার হারিয়েছে ইকুয়েডরকে।

স্পেনের মার্তিনেস ভালেরো স্টেডিয়ামে রোববার প্রীতি ম্যাচটি ৬-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। তাদের পাঁচ গোলদাতা হলেন লুকাস আলারিও, লেয়ান্দ্রো পারেদেস, হের্মান পেস্সেইয়া, নিকোলাস দোমিনগেস ও লুকাস ওকামপোস। অন্য গোলটি আত্মঘাতী।

গত বুধবার জার্মানির মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করেছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পায় ২০তম মিনিটে। মার্কোস আকুনার কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন আলারিও। জার্মানির বিপক্ষে হেডেই ব্যবধান কমিয়েছিলেন বায়ার লেভারকুসেনের এই ফরোয়ার্ড।

সাত মিনিট পর বাঁ দিক থেকে ডি-বক্সে আরেকটি ক্রস বাড়ান আকুনা। বল ডিফেন্ডার এসপিনোসার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়। গোলরক্ষক বলে হাত লাগালেও তা গোললাইন পেরিয়ে যায়।

৩২তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন পিএসজির মিডফিল্ডার পারেদেস। ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্তিনেস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাঁ দিক থেকে দারুণ এক ফ্রি-কিকে একটি গোল শোধ করেন আনহেল মেনা। তবে ৬৬তম মিনিটে আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। হেডে গোলটি করেন ফিওরেন্তিনার ডিফেন্ডার পেস্সেইয়া।

শেষ দিকে চার মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল পাঠিয়ে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ৮২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দলের পঞ্চম গোলটি করেন মিডফিল্ডার দোমিনগেস। আর ৮৬তম মিনিটে দুরূহ কোণ ঠিকানা খুঁজে পান ওকামপোস। জার্মানির বিপক্ষে অভিষেকে গোলের দেখা পেয়েছিলেন সেভিয়ার এই মিডফিল্ডার।

আপনার মন্তব্য

আলোচিত