ক্রীড়া প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৯ ২৩:১৫

ক্রিকেটারদের দাবি পূরণের আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত ক্রিকেটাররা।

শনিবার (২৬ অক্টোবর) থেকে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সাকিব-তামিমরা।

বিসিবির সভাপতি ও পরিচালকদের সঙ্গে আন্দোলনরত ক্রিকেটারদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাতে আলোচনার পর ক্রিকেটারদের ১১টি দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (বুধবার) যোগ হওয়া দুটি অতিরিক্ত দাবি (রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সম মর্যাদা) নিয়ে পরবর্তী সময় আলোচনার আশ্বাসও দিয়েছেন তিনি।

সাকিব আল হাসান জানিয়েছেন, বোর্ডের প্রতিশ্রুতির ভিত্তিতে জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফর সামনে রেখে ২৫ অক্টোবর ক্যাম্পে যোগ দেবেন। আর ঘরোয়া লিগের ক্রিকেটাররা মাঠে ফিরবেন শনিবার থেকে।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। দুই দিন পিছিয়ে সেটা এখন শুরু হবে শনিবার।

ক্রিকেটারদের ধর্মঘটের কারণে বাংলাদেশ দলের ভারত সফরের অনুশীলন ক্যাম্প এবং জাতীয় লিগের তৃতীয় রাউন্ড অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে জাতীয় লিগের তৃতীয় আসর বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। সেটি আগামী শনিবার শুরু হবে। এছাড়া সাকিবদের ভারত সফরের অনুশীলন ক্যাম্প পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (২৫ অক্টোবর) শুরু হবে।

ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটারদের দাবি-দাওয়া দ্রুততম সময়ের মধ্যে পূরণ করা হবে। তাদের বেশ কিছু দাবি আগেই বলেছি মেনে নেওয়া হবে। বিপিএল আগামী আসর থেকে আগের মতোই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে। কোয়াব আমাদের হাতে নেই। অন্য দাবিগুলোও মেনে নেওয়া হবে।

তিনি বলেন, খেলার যে সমস্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধার কথা তারা বলেছেন সেগুলো তো বললেই হয়ে যাবে না। সেগুলোর জন্য সময় লাগবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে সবগুলো সুবিধা প্রদান করবো। এছাড়া ক্রিকেটারদের কিছু সমস্যা ছিল যেগুলো আমি নিজেও জানতাম না। আলোচনার মাধ্যমে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। এগুলো সামনে একটা একটা করে সমাধান করে দেওয়া হবে।

বাংলাদেশের ক্রিকেটাররা গত সোমবার ১১ দফা দাবি উত্থাপন করেন। তার সঙ্গে বুধবার সংবাদ সম্মেলন করে আরও দুই দফা যোগ করেছেন তারা। ক্রিকেটাররা বোর্ডের রাজস্বে ভাগ চেয়েছেন এবং নারী ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তুলেছেন। এ নিয়ে বোর্ড সভাপতি বলেন, আমরা আগের ১১ দফা মেনে নিয়েছি। যেহেতু আজকের ব্যাপারটা নিয়ে আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করিনি। তাই এগুলো পরে আবার আলোচনা করে দেখা হবে।

বোর্ডের সঙ্গে আলোচনা কেমন হয়েছে। তারা খুশি কি-না এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। বোর্ড সভাপতি আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুততর সময়ের মধ্যে আমাদের দাবি-দাওয়া পূরণ করে দেবেন। যেহেতু এখনও দাবি পূরণ হয়নি তাই খুশি কি-না বলতে পারছি না। আমাদের বেশিরভাগ দাবি-দাওয়া পূরণ হলেই বলবো যে খুশি হয়েছি।

কোয়াবের নতুন কমিটি নিয়ে তিনি বলেন, এখন যেহেতু সবারই খেলা আছে। যখন সকল ক্রিকেটার ফ্রি থাকবেন, নির্বাচনে অংশ নিতে পারবেন তখন নির্বাচন করে নতুন কমিটি ঠিক করা হবে। এছাড়া সমসাময়িক ক্রিকেটারদের মধ্যে বোর্ডের সঙ্গে সবসময় দাবি-দাওয়া নিয়ে আলাপ করার জন্য একজন প্রতিনিধি থাকার কথাও বলেন তিনি। নতুন করে যোগ করা দুই দফা নিয়ে বিসিবি সভাপতি পাপনের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেন সাকিব, বোর্ড পরিচালকরা আলোচনা করে নতুন দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত