স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৯ ২১:৩০

রোনালদোবিহীন জুভেন্টাসের হোঁচট

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা জুভেন্টাস পয়েন্ট হারিয়েছে নবাগত লেসসের বিপক্ষে। গোলশূন্য প্রথমার্ধের পর দুই দলের দুই পেনাল্টিতে পাওয়া গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

প্রতিপক্ষের মাঠে ইতালিয়ান সেরি আয় ১-১ গোলে ড্র করেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা। পাওলো দিবালার গোলে এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মাত্তেও মানকোসু।

এবারের সেরি আয় এই নিয়ে দ্বিতীয় ড্র করল টানা আটবারের চ্যাম্পিয়নরা। সেপ্টেম্বরে ফিওরেন্তিনার মাঠে গোলশূন্য ড্রয়ের পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল তারা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দিবালার সফল স্পট কিকে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ডি-বক্সে মিরালেম পিয়ানিচ ফাউলের শিকার হলে প্রথমে ফ্রি-কিক দিয়েছিলেন রেফারি। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি জুভেন্টাসের। পাঁচ মিনিট পর তাদের ডি-বক্সে ডিফেন্ডার মাটাইস ডি লিখটের হাতে বল লাগলে পেনাল্টি পায় লেস্সে। সফল স্পট কিকে সমতা টানেন ইতালিয়ান ফরোয়ার্ড মাত্তেও।

ভাগ্যের ফেরে ৬২তম মিনিটে গোল পায়নি জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর পাস ধরে গোলরক্ষককে কাটান ফেদেরিকো বের্নারদেস্কি। সামনে ছিল ফাঁকা জাল, কিন্তু পোস্টে মেরে বসেন ইতালিয়ান এই ফরোয়ার্ড।

৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।

আপনার মন্তব্য

আলোচিত