ক্রীড়া প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০১৯ ১৯:২০

কলকাতায় দিবারাত্রির টেস্ট খেলতে রাজি বাংলাদেশ

ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলতে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই পক্ষ থেকে পাঠানো প্রস্তাবে সায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

রাসেল ডোমিঙ্গো জানান, ভারত সফরের কলকাতার ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচটি খেলতে রাজি বাংলাদেশ ক্রিকেট দল।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ১৫-২০ মিনিটের আলোচনা শেষে আকরাম খানকে সঙ্গে নিয়ে তিনি বলেন, ‘এটা (দিবারাত্রির টেস্ট) আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। গোলাপি বলে প্রস্তুতি নেয়ার খুব বেশি সময় আমরা পাবো না।’

তিনি আরও বলেন, ‘আমি যতদূর জানি ভারতও এখনো দিবারাত্রির টেস্ট খেলেনি। ফলে এ জিনিসটা দুই দলের জন্যই সমান কঠিন হবে। ভারতের সঙ্গে আমাদের শক্তির পার্থক্যটাও অনেক কমে আসবে।’

আপনার মন্তব্য

আলোচিত