স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৯ ০৯:৪৫

দুই রিয়ালের লড়াইয়ে কেউ হারেনি

দুই রিয়ালের মুখোমুখী লড়াইয়ে কেউ জিতল না, আবার হারলও কেউ। তবে রিয়াল বেতিসের চাইতে মন খারাপ করার কথা রিয়াল মাদ্রিদেরই, কারণ ম্যাচ জিতলে তাদের সুযোগ ছিল লা লিগার শীর্ষে ওঠার। তবে জিনদিনে জিদানের দল অন্তত এই ভেবে সান্ত্বনা খুঁজতে পারে যে শেষ ম্যাচের মত ফল হয়নি; সবশেষ মুখোমুখি লড়াইয়ে গত মে মাসে রিয়ালকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছিল বেতিস।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এ নিয়ে বেতিসের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে জয়শূন্য রইল রিয়াল।

আক্রমণাত্মক ফুটবলে ম্যাচে আধিপত্য ধরে রেখে গোলের উদ্দেশে মোট ২২টি শট নেয় রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় সাফল্য মেলেনি।

সপ্তম মিনিটে করিম বেনজেমার শট ফিরিয়ে দেন বেতিস গোলরক্ষক। পরের মিনিটেই বেনজেমার থ্রু বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এদেন আজার। তবে ভিএআরের সাহায্যে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। ৩৬তম মিনিটে দানি কারভাহালের পাসে পা ছোঁয়াতে ব্যর্থ হন ছোট ডি-বক্সের ভেতরে থাকা বেনজেমা।

বিরতির আগে শেষ মিনিটে বেতিসের প্রতি-আক্রমণে গোল হজম করতে বসেছিল রিয়াল। গোলরক্ষক থিবো কোর্তোয়া অনেকটা এগিয়ে থাকায় স্প্যানিশ ফরোয়ার্ড লোরেন মোরোন ডি-বক্সের অনেকটা বাইরে থেকে উঁচু করে শট নেন। বেশ খানিকটা ছুটে শেষ মুহূর্তে হাত ছুঁইয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন কোর্তোয়া।

৬১তম মিনিটে ভালো একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগো। দুই মিনিট পর প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।

৮২তম মিনিটে আবারও প্রতি আক্রমণে দূরপাল্লার জোরালো শটে চেষ্টা করেন বেতিসের ফরাসি ফরোয়ার্ড নাবিল ফেকির। এবারও কর্নারের বিনিময়ে তা রুখে দেন কোর্তোয়া।

যোগ করা সময়ে রিয়ালের বদলি ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের দুটি শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।

১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল।

দিনের আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করা আতলেতিকো মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আপনার মন্তব্য

আলোচিত