স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৯ ১১:৫২

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের তৃতীয় জয়

ছবি: টুইটার

চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে বেলিজিয়ামের ক্লাব হেঙ্ককে হারিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে চাপ ধরে রাখা লিভারপুল চতুর্দশ মিনিটে এগিয়ে যায়। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখ থেকে ফ্লিকে গোলটি করেন জর্জিনিয়ো ভিনালডাম।

৪০তম মিনিটে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেন সামাটা। কর্নারে দারুণ হেডে সমতা টানেন তানজানিয়ার এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। মোহামেদ সালাহর পাস ডি-বক্সে পেয়ে শরীরটাকে ঘুরিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন অক্সলেইড-চেম্বারলেইন। গত রাউন্ডে হেঙ্কের মাঠে দলের ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

শেষ দিকে হেঙ্ক ভালো একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দারুণ জয়ে হাসিমুখে মাঠ ছাড়ে লিভারপুল। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

অন্য ম্যাচে সালসবুর্কের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করা নাপোলি ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। তিন নম্বরে থাকা সালসবুর্কের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে তলানিতে হেঙ্ক।

‘এফ’ গ্রুপে স্লাভিয়া প্রাহার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। এরপরও চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। আরেক ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইতালির দল ইন্টার। সবার নিচে থাকা স্লাভিয়া প্রাহার পয়েন্ট ২।

‘জি’ গ্রুপে জেনিতের মাঠে ২-০ গোলে জেতা লাইপজিগ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আরেক ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারানো ফরাসি ক্লাব লিওঁ ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা রুশ ক্লাব জেনিতের পয়েন্ট ৪। পর্তুগিজ ক্লাব বেনফিকা ৩ পয়েন্ট আছে চার নম্বরে।

‘এইচ’ গ্রুপে আয়াক্স ও চেলসির মধ্যকার ম্যাচটি ৪-৪ ড্রয়ে শেষ হয়েছে। আরেক ম্যাচে লিলকে ৪-১ গোলে হারিয়েছে ভালেন্সিয়া। সমান ৭ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম তিন স্থানে আছে আয়াক্স, চেলসি ও ভালেন্সিয়া। লিলের পয়েন্ট ১।

আপনার মন্তব্য

আলোচিত