স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৯ ১৮:৩৯

চ্যাম্পিয়ন্স লিগে আজ যাদের খেলা

দল মাঠে নামলেও খেলা নিশ্চিত নয় নেইমারের। ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে শিরোপা প্রত্যাশী বেশ কয়েকটি দল মাঠে নামতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পিএসজি, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচ।

বাংলাদেশ সময় রাত এগারোটা ৫৫ মিনিটে ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে গ্রিসের অম্পিয়াকোসের সঙ্গে। একই সময়ে ‘ডি’ গ্রুপে রুশ ক্লাব লকোমতিভ মস্কোর মাঠে খেলতে নামবে সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

‘এ’ গ্রুপে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের মাঠে খেলতে নামবে বেলজিয়ান ক্লাব ব্রুজের সঙ্গে। একই সময়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে গ্রুপের অপর দ্বৈরথে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও তুর্কি ক্লাব গালাতাসারাই।

‘সি’ গ্রুপের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলতে নামবে ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে। ‘বি’ গ্রুপের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ স্বাগতিক সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেড।

‘ডি’ গ্রুপে স্পেনের আতলেতিকো মাদ্রিদ খেলতে যাবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের মাঠে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 'এফ' গ্রুপে নিজেদের মাঠে বার্সেলোনা গোলশূন্য ড্র করেছে স্লাভিয়া প্রাহার সঙ্গে। গ্রুপের অপর ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। 'ই' গ্রুপে বেলজিয়ান ক্লাব গেঙ্ককে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক লিভারপুল। চেলসি-আয়াক্সের ৮ গোলের ম্যাচ শেষ হয় ড্রয়ে।

আপনার মন্তব্য

আলোচিত