স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৯ ১৮:৫৪

পিকে-মেসিদের আচরণে হতাশ প্রাহার গোলরক্ষক

নিজেদের মাঠে স্লাভিয়া প্রাহার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর মার্ক টের স্টেগেন ছাড়া বার্সেলোনার কোন খেলোয়াড় হাত মেলাননি প্রতিপক্ষের সঙ্গে। এনিয়ে হতাশ প্রাহার গোলরক্ষক অন্দ্রিজ কোলার।

গোলডটকমকে তিনি জানান, 'ম্যাচ শেষে বার্সা গোলরক্ষক টের স্টেগেন আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে ডেকে বলেন, অনেক দিন কোন গোলরক্ষকের থেকে এতো ভালো পারফরম্যান্স দেখিনি। গোলরক্ষক হিসেবে আপনার খেলা দেখে আমি খুবই আনন্দ পেয়েছি। ম্যাচ শেষে তার অপেক্ষা করা এবং আমার প্রশংসাকে পুরস্কার হিসেবে দেখছি আমি। কিন্তু তাদের অন্য ফুটবলাররা তেমন একটা ভালো ব্যবহার করেননি।'

তিনি বলেন, 'মেসি এবং অন্য আরও কিছু ফুটবলার ম্যাচ শেষেই বেরিয়ে গিয়েছিলেন। এমনকি তারা আমাদের সঙ্গে হাতও মেলাননি। এটা আমাদের জন্য অনেক হতাশার। আমরা বড় বড় ওই তারকাদের সঙ্গে আলাপ করতে মুখিয়ে ছিলাম। তাদের সঙ্গে জার্সি বদল করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি।'

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে স্লাভিয়া প্রাহার বিপক্ষে বড় জয়ই ধরে রেখেছিল বার্সেলোনা। মেসি-গ্রিজম্যানরা ঘরের মাঠে চেক-প্রজাতন্ত্রের ক্লাবটিকে পাত্তা দেবে না, এমনই ভাবা হয়েছিল। কিন্তু কাম্প নউয়ে মঙ্গলবার রাতের ম্যাচে গোলশূন্য সমতা করে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ শেষে তাই বার্সার অনেক ফুটবলারই প্রাহার খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে হাতই মেলাননি।

বার্সেলোনা ঘরের মাঠে হারের শঙ্কায় পড়ে যায়। একবার মার্ক টের স্টেগেনকে ফাঁকি দিয়ে বল জালেও জড়ায়। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত গোলবার সামলিয়ে বার্সেলোনাকে রুখে দিয়ে ম্যাচ সেরা হন প্রাহার গোলরক্ষক অন্দ্রিজ কোলার। তবে ম্যাচ শেষে বার্সা ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন তিনি।

তবে বার্সার মাঠে খেলতে পেরে খুশি বলে জানান কোলার। এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, 'আমরা বার্সাকে পুরো ম্যাচ আটকে রাখতে সক্ষম হয়েছি। অনেকে কাম্প নউকে গোল ফ্যাক্টারি মনে করেন। তাদের বিপক্ষে এমন অসাধারণ এক ম্যাচ খেলতে পারা সত্যি অসাধারণ।'

আপনার মন্তব্য

আলোচিত