সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৯ ০০:২৮

খেলোয়াড় ক্যাটাগরিতে করদাতার পুরস্কার নিলেন সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসান খেলোয়াড় ক্যাটাগরিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছেন। আর এই স্বীকৃতির হিসেবে তাকে সম্মাননা ও পুরস্কার দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সাকিব আল হাসানকে ট্যাক্স কার্ড, সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার হাতে পুরস্কার তুলে দেন।

এনবিআর চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতাদের পুরস্কৃত করা হয়।

এবার খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আর ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা হয়েছেন তৃতীয় সর্বোচ্চ করদাতা। তবে এই দু’জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

আপনার মন্তব্য

আলোচিত