স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০

অনুশীলন ম্যাচের প্রয়োজনীয়তার কথা জানালেন মমিনুল

ছবি: বিসিবি

শুক্রবার (২২ নভেম্বর) ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের দিবারাত্রির টেস্ট। প্রথমবারের মত গোলাপি রঙের বলে খেলবে দুদলই। এটা আবার দুদলের প্রথমবারের মত দিবারাত্রির টেস্ট খেলাও।

টেস্ট ম্যাচকে ঘিরে নানা আলোচনা চলছে। বহুল আলোচিত টেস্ট মাঠে গড়ানোর একদিন আগে বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক স্বীকার করলেন, একটা অনুশীলন ম্যাচ অন্তত জরুরি ছিল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত উড়ে যাওয়ার মাত্র দুদিন আগে ইডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির উদ্যোগেই হতে যাচ্ছে এই দিবারাত্রির টেস্ট। গোলাপি বলে খেলার অভিজ্ঞা না থাকলেও সৌরভের প্রস্তাব ফিরিয়ে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুধু মাত্র টেস্ট স্কোয়াডে থাকা সদস্যরা ভারতে যাওয়ার আগে ঘরের মাঠে ক’দিন অনুশীলন করেছে গোলাপি বলে। বাকিরা ইন্দোর টেস্ট শেষে অনুশীলন করে। ইন্দোর টেস্ট দুই দিন আগেই শেষ হয়েছিল। সেখানে তাই দুদিন আর ইডেনে পা দিয়ে দুদিনের (মোট ৪ দিন) অনুশীলন পুঁজি করেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। সেটিও কিনা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে, যে দলের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে হার মানে বাংলাদেশ।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মমিনুল তাই স্বীকার করেন নিলেন, ‘আমরা একটা অনুশীলন ম্যাচ খেলারও সুযোগ পাইনি। যখন সিদ্ধান্ত হলো তখনো এই বলে খেলার কোনো অভিজ্ঞতা ছিল না। একটাই উপায়, মানসিকভাবে নিজেদের তৈরি করা। হ্যাঁ, অবশ্যই আপনি যখন গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে নামবেন, আপনার প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত।’

সাধারণত সফরকরী সব দলই সিরিজ শুরুর আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায়। বাংলাদেশ ভারত সফরে সেটি পায়নি। টি-টোয়েন্টি সিরিজের আগেও না। টেস্টের আগেও না।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও গোলাপি বলে একটির বেশি ম্যাচ হয়নি। তবু মমিনুল গোলাপি বলে খেলতে রোমাঞ্চিত বলেই জানালেন, ‘এটা সবার জন্য নতুন। আমরা সুযোগটা কাজে লাগাতে তৈরি। আমরা প্রথমবারের মতো দেশের হয়ে গোলাপি বলে খেলতে মুখিয়ে।’

শুক্রবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় মাঠে গড়াবে সফরকারী বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচটি।

আপনার মন্তব্য

আলোচিত