স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০

যৌন হয়রানি: টেনিস ফেডারেশনের সম্পাদক বহিস্কার

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিস্কার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কর্মকর্তার বিরুদ্ধে প্রবাসী এক কিশোরী টেনিস খেলোয়াড়কে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বুধবার গুলশান থানায় মামলাও হয় তার বিরুদ্ধে।

সে খবর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই মোর্শেদকে বহিস্কার করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ এদিন সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে অভিযুক্ত মোর্শেদকে বহিস্কার করে এই পদে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিমকে।

ভুক্তভোগী খেলোয়াড়টি যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক এক তারকা টেনিস খেলোয়াড়ের মেয়ে। দেশে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে যৌন হয়রানির শিকার হন তিনি। তার পক্ষে তার চাচা সাবেক টেনিস খেলোয়াড় হীরা লাল গুলশান থানায় বুধবার মামলা করেন।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান এই অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছেন।

এস এম কামরুজ্জামান বলেন, বুধবার রাতে গোলাম মোর্শেদের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার ওই টেনিস খেলোয়াড়ের চাচা একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় ‘শ্লীলতাহানির অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই কিশোরী দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত