স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৯ ১৫:০৭

দ্বিতীয় দিনে ভারত শিবিরে প্রথম আঘাত তাইজুলের

দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাইজুল। কলকাতার দিবা-রাত্রির টেস্টে প্রথম স্পিনার হিসেবে উইকেট পেয়েছেন তিনি। রাহানেকে পয়েন্টে এবাদত হোসেনের ক্যাচ বানিয়ে উইকেট উৎসব করেছেন এই বাঁহাতি স্পিনার।

তাইজুল ইসলামের বলে এবাদত হোসেনের হাতে বন্দী হয়ে সাজঘরে ফিরেছেন আজিঙ্কা রাহানে। ফেরার আগে ৬৯ বলে ৭ চারে ৫১ রান করেছেন তিনি।

এর আগে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। যেখানে ইতোমধ্যে প্রথম ইনিংসে দলীয় ১৩৬ রানের লিড নিয়েছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে থাকা বিরাট কোহলি ৯০ ও রবীন্দ্র জাদেজা ৫ রানে অপরাজিত আছেন।

কলকাতার ইডেন গার্ডেন্সে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি ভারত-বাংলাদেশ। এই টেস্টের মধ্যদিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার গোলাপি বলে খেলতে নেমেছে দু’দল।

এর আগে প্রথম দিন টসে জিতে ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৩ উইকেট হারিয়ে দলীয় ১৭৪ রান ও ৬৮ রানের লিডে দিন শেষ করে ভারত।

দ্বিতীয় দিনে খেলতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা অজিঙ্কা রাহানে করেন ফিফটি। ৬৫ বলে ৭ চারে এসেছে তার পঞ্চাশ। সবশেষ ১০ ইনিংসে এটি রাহানের সপ্তম ফিফটি ছোঁয়া স্কোর। কোহলি পেয়েছেন ক্যারিয়ারের ২৭ তম শতক। ১৬০ বল খেলে এ শতক পান তিনি।

এদিকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত ভারত ১৫২ রানে লিড নিয়ে ব্যাটিং করছে। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবিন্দ্র জাদেজা।

আপনার মন্তব্য

আলোচিত