স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৯ ১৮:৫৮

ম্যাচ কি তৃতীয় দিনে যাবে?

ইন্দোরে প্রথম টেস্ট শেষ হয়েছিল তিনদিনেই। ইডেন টেস্টের অবস্থা আরও করুণ। দ্বিতীয় দিনের শেষার্ধে এসে এই টেস্ট তৃতীয় দিনে গড়াবে কি না এনিয়েই সন্দেহ দেখা দিয়েছে। কারণ প্রথম ইনিংসের বাজে অবস্থার বাইরে দ্বিতীয় দিনের অবস্থা আরও খারাপ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

ইডেন গার্ডেনসে আজ দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৩৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে প্রথম ইনিংসেই ২৪১ রানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৩০.৩ ওভার খেলে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছিল সফরকারি দল। আজ বাকি সময়ে ন্যূনতম ৪৪ ওভার ব্যাট করার চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। প্রথম ইনিংসে বাজে ব্যাটিং এবং সন্ধ্যায় গোলাপি বলের চ্যালেঞ্জ সামলানো বিচারে প্রশ্নটা তাই ওঠেই, মমিনুলরা ম্যাচটা তিন দিনে টেনে নিতে পারবেন তো?

বাংলাদেশের বোলাররা প্রথম দিনের তুলনায় আজ ভালো বোলিং করেছেন। বিরাট কোহলি সেঞ্চুরি পেলেও ভারতের শেষ দিকের ব্যাটসম্যানদের দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। কাল ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলা ভারত আজ ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৭৩ রান। পেসাররাই তুলনামূলক বেশি ভালো করেছেন। ৩টি করে উইকেট আল–আমিন ও এবাদত হোসেনের। ২ উইকেট আবু জায়েদের, ১ উইকেট নিয়েছেন তাইজুল।

এর আগে দিনের শুরুতেই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে ভবিষ্যদ্বাণী, ‘সেঞ্চুরি করবেন বিরাট কোহলি।’ দিনের প্রথম সেশনে রান তোলার কাজটা কঠিন। এ সময় আগের রাতের জড়তা কাটিয়ে একজন ব্যাটসম্যান অনায়াসে আরও ৪১ রান তুলে ফেলবেন, এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। কিন্তু কোহলিকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করতে একটুও দ্বিধা হলো না কারও। কারণ? একটি নয় দুটি।

প্রথম কারণটি ব্যাটসম্যানটি হলো বিরাট কোহলি, দ্বিতীয় কারণ বাংলাদেশের বোলিং। মৃদু কণ্ঠে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কথাও বলা যেত। সেটা আর কেউ উচ্চারণ করেনি। ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়নি। প্রথম সেশনেই সেঞ্চুরি হয়ে গেছে কোহলির। কোহলির ব্যাটে লিডটাও ধীরে ধীরে পাহাড়ে রূপ নিয়েছে। কোহলি ১৩৬ রানে থাকতে তাকে দুর্দান্ত ক্যাচে ড্রেসিং রুমে ফেরান তাইজুল ইসলাম। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর প্রথম ওভারেই তাকে তুলে নিতে পেরেছেন ইবাদত হোসেন।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস খেলছে। ১০ ওভার শেষে রান ৪ উইকেটে ৪১। বাকি আছে আরও ৩৪ ওভার। পারবে কি বাংলাদেশ ম্যাচটাকে তৃতীয় দিনে নিয়ে যেতে?

আপনার মন্তব্য

আলোচিত