স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৯ ০০:০২

টানা ৩০ ম্যাচ অপরাজিত লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে লিভারপুল। এবার ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। লিগে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।

শনিবার ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। লিভারপুলের পক্ষে গোল করেছেন সাদিও মানে ও রবের্তো ফিরমিনো।

তালিকার দুইয়ে থাকা লেস্টার সিটিও একই সময়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারায় ২-০ গোলে। শীর্ষ দুই দলের ব্যবধান তাই ৮ পয়েন্টই রয়ে গেছে।

প্রথমার্ধের ধারহীন লিভারপুল দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে। ৪৯তম মিনিটে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। অ্যান্ড্রু রবার্টসনের বাড়ানো বল ডি-বক্সে জটলার মধ্যে পেয়ে ভলিতে জালে পাঠান তিনি। লিগে এটি তার অষ্টম ও সব প্রতিযোগিতা মিলে দশম গোল।

পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি রয় হজসনের ক্রিস্টাল প্যালেস। ৮২তম মিনিটে ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে সমতা আনেন জাহা।

তিন মিনিট পর ডি-ব্রক্সে জটলার মধ্যে বল পেয়ে ব্যবধান গড়ে দেন ফিরমিনো। ৯ ম্যাচ পর জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

একই সময়ে হওয়া ম্যাচে শেষ মুহূর্তের গোলে সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-২ ড্র করে আর্সেনাল। ১৩ ম্যাচে ৪ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার সাতে। একই দিন ওয়েস্ট হ্যামকে ৩-২ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার।

আপনার মন্তব্য

আলোচিত