স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৯ ১৪:১৭

‘অস্থির’ ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনা হঠাৎ করেই ছেড়ে দিয়েছিলেন জিমনাসিয়ার দায়িত্ব। হতাশায় নয়, ক্লাব প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনো আগামীকাল অনুষ্ঠিতব্য নতুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোতেই আর কোচ থাকতে চাননি এই কিংবদন্তি।

তবে গত পরশু হাজারো সমর্থক ক্লাব চত্বরে স্লোগান দিতে থাকে গ্যাব্রিয়েলকে ফিরিয়ে আনার। তাতে মন গলেছে ম্যারাডোনার। দায়িত্ব ছাড়ার দুদিন পর আবারও জিমনাসিয়ার কোচ পদে ফেরার কথা জানালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি লিখেছেন, ‘আবারও জিমনাসিয়ার দায়িত্বে ফেরায় ভীষণ খুশি আমি। ক্লাবে রাজনৈতিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। নেতারা আমাকে আশ্বাস দিয়েছে, দলের শক্তি বাড়ানোর।’

গত সেপ্টেম্বরে আর্জেন্টাইন এই ক্লাবের দায়িত্ব নেন ম্যারাডোনা। তাতে মূল ভূমিকাটা ছিল ক্লাব প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনোর। তখন ২৪ দলের মধ্যে তলানিতে থাকা জিমনাসিয়া উঠে এসেছে ২২-এ। ম্যারাডোনার হাত ধরে আট ম্যাচের তিনটি জিতেছে তারা, তিনটিই আবার প্রতিপক্ষের মাঠে।

সূত্র : এএফপি

আপনার মন্তব্য

আলোচিত