স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৯ ২৩:৪৯

ভুটানের কাছে হেরে গেছে বাংলাদেশ

এসএ গেমস ফুটবলে সোমবার প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ ভুটানের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।

গোলশূন্য প্রথমার্ধে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভালো সুযোগ নষ্ট হয় ৩৮তম মিনিটে। মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে সাদউদ্দিন ঠিকঠাক হেড নিতে পারেননি।

৬৫তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে চেনচো গাইয়েলতসেন বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন। গোলরক্ষক আনিসুর রহমান জিকো পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি। ভুটানের ফরোয়ার্ড প্লেসিং শটে জাল খুঁজে নেন।

১৯৯৯ সালে প্রথম এই ইভেন্টে সেরা হওয়া বাংলাদেশ ২০১০ সালে দ্বিতীয় ও সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার পেয়েছিল ব্রোঞ্জ। এবার সোনার পদক ফিরে পাওয়ার মিশনের শুরুতেই ধাক্কা খেল দল।

ঢাকায় গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের আগে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৪-১ ও ২-০ ব্যবধানে জিতেছিল ডের দল। তবে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে হওয়া এসএ গেমসে ভুটানের কাছে ধরাশায়ী জীবন-জামালরা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় মঙ্গলবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত