স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৯

বুমরাহকে ‘শিশু বোলার’ বললেন পাকিস্তানের রাজ্জাক

ভারতের ফাস্ট বোলার জাস্প্রিত বুমরাহর বলে এই সময়ের সেরা ব্যাটসম্যানেরা যখন হিমসিম খাচ্ছেন তখন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক এই ভারতীয়কে ‘শিশু বোলার’ বলে আখ্যা দিয়েছেন।

বুমরাহ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার। টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে পঞ্চম। বৈচিত্র্যময় অ্যাকশন, গতি, লাইন-লেংথ, মুভমেন্ট কিংবা ইয়র্কারেও অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন বুমরাহ। ‘ডেথ ওভার’-এ গত কয়েক বছরে তার মতো কার্যকর বোলার দেখা যায়নি বললেই চলে। ভিরাট কোহলি থেকে স্মিথ, রুট কিংবা উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানেরা একটু আলাদা চোখেই দেখে থাকেন বুমরাহকে। কিন্তু রাজ্জাকের চোখে বুমরা বিশেষ কোনো বোলারই না। এখনো খেলা চালিয়ে গেলে ভারতীয় পেসারকে সামলাতে কোনো সমস্যাই হতো না বলে মনে করেন রাজ্জাক।

পাকিস্তানের জার্সিতে ১৯৯৬ সালে আন্তর্জাতিক অভিষেক ঘটে রাজ্জাকের। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০১৩ সালে। ৪৬ টেস্ট ও ২৬৫ ওয়ানডে খেলা রাজ্জাক নিজের খেলোয়াড়ি সময়ে অলরাউন্ডার ছিলেন। ২০০২ সালে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছিলেন তিনি। তবে বুমরাহকে নিয়ে রাজ্জাক যা বললেন তাতে ভীষণ অবাকই হতে হয়। ক্রিকেট পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি নিজের সময়ের সেরা বোলারদের সঙ্গে বুমরাহর একটা তুলনা টেনেছেন, ‘নিজের সময়ে বিশ্বসেরা বোলারদের খেলেছি। তাই বুমরাহর মতো বোলারকে খেলতে কোনো সমস্যা হতো না। চাপটা তার ওপরেই থাকত।’

রাজ্জাকের খেলোয়াড়ি ক্যারিয়ারে বেশ কয়েকজন তারকা পেসার ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাদের উদাহরণ টেনেই বুমরাকে ‘শিশু’ বলেছেন ৪০ বছর বয়সী এ সাবেক, ‘ওয়াসিম আকরাম আর গ্লেন ম্যাকগ্রার মতো বোলারদের বিপক্ষে খেলেছি। তাই বুমরাহ আমার কাছে শিশু, তাকে খুব সহজেই আক্রমণ করতে পারতাম।’

জাস্প্রিত বুমরাহর প্রতি তীর দাগালেও প্রশংসাও করেছেন রাজ্জাক। ভারতীয় পেসারের কার্যকর বোলিংয়ের কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘বুমরাহ খুব ভালো করছে। অনেক উন্নতি করেছে। তার অ্যাকশন বৈচিত্র্যময়, সিমটা নিখুঁতভাবে ফেলতে পারে বলেই সে কার্যকর।’

আপনার মন্তব্য

আলোচিত