স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৯ ১২:০০

ভুটানের বিপক্ষে সৌম্যদের ১০ উইকেটে জয়

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান করে ভুটান। জবাবে সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে মাত্র ৬.৫ ওভারেই ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সৌম্য সরকার ৫ চার ও ৩ ছয়ের মারে ২৮ বলে ৫০ রান করেন। আরেক ওপেনার নাইম শেখ ১ ছয়ের মারে ১৩ বলে ১৬ রান করেছেন।

এরআগে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে মাত্র ৬৯ রান করলেও অলআউট হয়নি ভুটান। দলের পক্ষে তেনজিন ওয়াংচুক ১৫, জিগমে দর্জি ১২ ও জিগমে সিংগে করেছেন ১৩ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২ উইকেট নেন মানিক খান। এছাড়া ১টি করে উইকেটে নাম লেখান সৌম্য সরকার, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহেদি হাসান রানা ও তানভীর ইসলাম।

শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত