স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৯ ২২:৫৪

ভূটানের বিপক্ষে ১০ উইকেটে জিতেও নাখোশ সৌম্য

এসএ গেমসে বাংলাদেশের শক্তিশালী অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১০ উইকেটে হেরেছে ভুটান। মাত্র ৬৯ রানে গুটিয়ে দিলেও ভুটানকে অলআউট করতে পারেননি সৌম্য- নাঈমরা। ব্যাটিংয়ে নেমে অবশ্য সেই আক্ষেপটা ভালোই পুষিয়ে নিয়েছেন সৌম্য সরকার। তাঁর ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসে ১৩.১ ওভার হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
 
নেপালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে জয়ের পর সৌম্য বলেন,‘আমার কাছে মনে হয় এই উইকেট অনুযায়ী খুব ভালো (পারফরম্যান্স) হয়নি। আমরা এদের (ভুটান) বিপক্ষেও ১০টা উইকেট নিতে পারিনি। এটা আমার কাছে খারাপ লেগেছে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভূটান ৬৯তম দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তারা খুব একটা সুবিধা করতে পারবে না এটাই ক্রিকেটপ্রেমীদের স্বাভাবিক প্রত্যাশা। আগে ব্যাটিংয়ে নামা ভুটানের সংগ্রহ মাত্র ৬৯ রান— এটুকু শুনলে তা স্বাভাবিকভাবেই দেখার কথা বাংলাদেশের সমর্থকদের। তবে প্রতিপক্ষকে অলআউট করতে না পারার ব্যর্থতাও নজরে এসেছে।

ভুটানের বিপক্ষে রান কম দিলেও ২ উইকেটের বেশি পাননি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোনো বোলার। ৪ ওভারে ৯ রানে ২ উইকেট নেন পেসার মানিক উদ্দিন। মেহেদী হাসান রানা, মিনহাজুল আবেদীন, সৌম্যরা নেন ১টি করে উইকেট। আফিফ হোসেন এ ম্যাচে বল করেননি। আগামীকাল নেপালের বিপক্ষে তাই বোলারদের আরও ভালো করার তাগিদ দিলেন সৌম্য।

আপনার মন্তব্য

আলোচিত