সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৬

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে ৪ বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

সকল ধরনের খেলাধুলার আন্তর্জাতিক ইভেন্ট থেকে রাশিয়াকে চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ)। এ নিষেধাজ্ঞার ফলে ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না দেশটি।

সোমবার (৯ ডিসেম্বর) সুইজারল্যান্ডের লুসানেনে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির কার্যনির্বাহীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ডোপিং কেলেঙ্কারি মুক্ত প্রমাণ করতে পারলে রাশিয়ার অ্যাথলেটরা স্বতন্ত্রভাবে নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবে বলে জানানো হয়।

চাইলে ২১ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবে রাশিয়া।

আপনার মন্তব্য

আলোচিত