স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৯ ২২:৫১

বিশ্বজুড়ে দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। ৮ ডিসেম্বর এবারের আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের সপ্তম আসর।

ইতোমধ্যে আয়োজক কমিটি নিশ্চিত করেছে বিশ্বজুড়ে দেখা যাবে এই টুর্নামেন্ট। গত কয়েকটি আসরও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছিল।

এবার যারা বিপিএল সম্প্রচার করবে:
বাংলাদেশ : গাজী টেলিভিশন, মাঝরাঙা, ও র‌্যাবিট হোল বিডিডটকম
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড : বিটি স্পোর্টসি
ইতালি : ইলিভেন স্পোর্টস ডটআইটি
যুক্তরাষ্ট্র ও কানাডা : হটস্টার
ক্যারিবীয়ান : ফ্লো
আফগানিস্তান : আরটিএ
পাকিস্তান : জিও সুপার
ভারত : ফ্যানকোড
অস্ট্রেলিয়া : ফক্স স্পোর্টস
অন্যান্য দেশ থেকেও র‌্যাবিট হোল বিডিডটকম’র মাধ্যমে এই টুর্নামেন্ট দেখা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত