স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৬

দর্শক-খরায় শুরু বঙ্গবন্ধু বিপিএল

ছবি: সংগৃহীত

প্রায় দর্শকবিহীন স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি দেখলে হতাশই হতে হবে। দর্শক প্রায় নেই বললেই চলে। দর্শক-খরার মধ্যেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স ম্যাচ শুরু হয়েছে।

এবারের বিপিএলে টিকেটের উচ্চমূল্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিপিএলে টিকিটের দাম রাখা হচ্ছে সর্বনিম্ন ২০০ টাকা। অথচ গত সেপ্টেম্বরে ঘরের মাঠে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজেও যেখানে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ১০০ টাকা।

বিসিবি আগেই জানিয়েছিল, যেহেতু বঙ্গবন্ধুর নামে বিশেষ টুর্নামেন্ট হচ্ছে, এবারের বিপিএলে আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো লক্ষ্য নেই তাদের। তবুও কেন বিপিএলের টিকেটের দাম একটু বেশি হলো?

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন অবশ্য আগেই টিকেটের দাম নিয়ে বল ঠেলে দিয়েছেন টিকেট বিক্রিকারী প্রতিষ্ঠানের ওপর। তিনি বলেছেন, দাম তারা নির্ধারণ করে দেন না। যে প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয় তারাই ঠিক করে। তবে মাঠে যদি দর্শক প্রত্যাশা অনুযায়ী না হয়, টিকিটের দাম পুনর্বিবেচনা করার কথা ভাববেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত