ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫২

বিজয়ের ব্যাটে রান, খেলায় ফিরল এ দল

দীর্ঘ রান খরা কাটিয়ে রানে ফিরেছেন সম্প্রতি টেস্ট দলে জায়গা হারানো এনামুল বিজয়। তবে ১১ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। তাঁর ৮৯ রানের কল্যানে দ্বিতীয় দিন শেষে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলেছে মুমিনুলের দল।  ৭ উইকেট হাতে রেখে ভারতীয় দলটি থেকে ৫৯ রানের লীড এখন এ দলের।

এর আগে আগের দিনের ৬ উইকেটে ১৬৩ রান নিয়ে ব্যাট করতে নেমে অলআউট হবার আগে ২৮৭ রান করে কর্নাটক। সর্বোচ্চ ৮৮ রান আসে ভাবানের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে শুভাগত হোম ও সাকলাইন সজীব ৪ উইকেট করে দখল করেন।

প্রথম ইংনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন কাপ্তান মুমিনুল। ২২ রান করেই ইতি টেনেছেন ইনিংসের। দ্বিতীয় দিন শেষে ইনফর্ম লিটন দাস ৩৭ এবং সৌম্য সরকার ২৪ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় ও শেষ দিনে খুব নাটকীয় কিছু না ঘটলে ড্রই হতে চলেছে এই ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত