সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৫৮

পাকিস্তানে যাচ্ছে মহিলা ক্রিকেট দল, পাপনের ঘোষণা

নিরাপত্তা পরিস্থিতি আর দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভের মুখেই পাকিস্তানে দল পাঠানোর চুড়ান্ত সিদ্ধান্ত নিলো বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সালমা খাতুনদের সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজ বাসায় সাংবাদিকদের নাজমুল হাসান জানান, আগামী রোববার বা সোমবার পাকিস্তান সফরে দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
 
“পাকিস্তান সফরে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সফরে অন্যদের সঙ্গে বিসিবি পরিচালকও থাকবেন। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামও খেলার সময় মাঠে উপস্থিত থাকবেন।”
 
বিসিবি সভাপতি জানান, আমাদের নিরাপত্তা দল পাকিস্তানের লাহোর ও করাচি সফর করেছিল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি দেখে তারা সন্তুষ্ট। তবে এরপরও বাড়তি কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ তারা দিয়ে এসেছিল।
 
গত মঙ্গলবার মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়ে বিসিবিতে চিঠি পাঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।

উল্লেখ্য, এর আগে সাকিব-মুশফিকদের পাকিস্তানে পাঠানোর চেষ্টা করলে দেশব্যাপী তীব্র আন্দোলনে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের আয়োজন করেছিল তৎকালিন ক্রিকেট বোর্ড।

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত