ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫৫

সকল ধর্ম ও জাতির কথা বিবেচনায় নিয়ে ছবিটি সরিয়ে দিয়েছি: মুশফিক

নিজের ফেসবুকে পেজে গরু জবাইয়ের ছবি দিয়ে সমালোনার মুখে পড়ে তা সরিয়ে নেয়ার একদিন পর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় করা পোষ্টে মুশফিক বলেন- "অনেকেই বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন এই বলে যে, কেন নির্দিষ্ট একটি ছবি নামিয়ে নিয়েছি। সবার অবগতির জন্য জানাতে চাই, সেই নির্দিষ্ট পোস্ট/ ছবিটি কোন মানুষ, ধর্ম, গোত্র বা জাতিকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আঘাত করতে পোস্ট করা হয়নি"

দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা বলেন, "ভক্তদের মাঝে অনেকেই অনেক দেশ, ধর্ম ও জাতির অন্তর্ভুক্ত তাই সবার কথা বিবেচনায় এনে ছবিটি সরিয়ে দেয়া হয়েছে। আশা করছি, সব ধরনের ভুল বোঝাবোঝির অবসান হবে এবং এখানেই এ বিষয়ের আলোচনার সমাপ্তি ঘটবে। "

উল্লেখ্য ঈদের দিন পশু জবাইয়ের একটি ছবি নিজের পেজে দিয়ে সমালোচনার মুখে পড়েন মুশফিক। দিনভর সমালোচনার পর পরে তা সরিয়ে নেন তিনি। তাঁর একদিন পর সবার কাছে ব্যাখ্যা দিয়ে বিষয়টির সমাপ্তি টেনেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান।  

আপনার মন্তব্য

আলোচিত