সুনামগঞ্জ:

২৯ ডিসেম্বর, ২০১৪ ১০:৩১

জগৎজ্যোতি পাঠাগারের নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা মোট ১১টি পদে নির্বাচন করছেন।   প্রথমবারের মত হওয়া এ নির্বাচন নিয়ে প্রার্থী ও পাঠাগারের অন্যান্য সদস্যদের মাঝে উৎসাহ বিরাজ করছিল।    পাঠাগারের গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক পদাধিকার বলে পাঠাগারের সভাপতি ও সুনামগঞ্জ পৌর মেয়র সহসভাপতি। এছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি এসসি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঠাগারের সম্মানিত সদস্য।    সহসভাপতির অন্য দু'টি পদে সিনিয়র আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু ও স্বপন কুমার দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।   তবে সবার আলোচনায় ছিল সাধারণ সম্পাদক কে হবেন সে ব্যাপারটি। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ শামসুল ইসলাম ও সালেহ আহমদ। মাত্র ১৯টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শামসুল ইসলাম। তিনি পেয়েছেন ১৯১টি ভোট, আর সালেহ আহমদ পেয়েছেন ১৭৪টি।  কোষাধ্যক্ষ পদের একটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন, শাহ আবু নাসের ও মোহাম্মদ সুবাস উদ্দিন।  বিজয়ী হয়েছেন শাহ আবু নাসের।  সহসাধারণ সম্পাদকের দু'টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন পাঁচ জন। তারা হলেন, খলিল রহমান, আবু তাহের মোহাম্মদ রুহুল আমিন তুহিন, রুহুল আমীন, রতন কুমার রায় ও কল্লোল তালুকদার চপল।   এদের মধ্যে খলিল রহমান ও রুহুল আমীন বিজয়ী হয়েছেন।  সাধারণ সদস্যের সাতটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন দশ জন। তারা হলেন, মাসুক আলম, বিশ্বজিৎ চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, আজাদুল ইসলাম রতন, রবিউল লেইস রোকেশ, এনামুল হক চৌধুরী, নুরুর রব চৌধুরী,  আ.ত.ম. সালেহ, নোয়াজ উদ্দিন আহমদ ও দেওয়ান গিয়াস চৌধুরী।  নুরুর রব চৌধুরী, জাহাঙ্গীর আলম ও দেওয়ান গিয়াস চৌধুরী পরাজিত হয়েছেন।  নির্বাচনে মোট ৪৭৩ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোটার ভোট প্রদান করেছেন বলে জানা যায়। নির্বাচন কমিশনার ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. আহমেদ উল্লাহ নির্বাচনের ফলাফল নিশ্চিত করে জানান, 'শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছিল।'

আপনার মন্তব্য

আলোচিত