নিউজ ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৪ ১০:৩৩

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি বোমা মেশিন ধ্বংস

সুনামগঞ্জের ধোপাজান নদীতে যৌথ অভিযান চালিয়ে ৮টি বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

সুনামগঞ্জের ধোপাজান নদীতে যৌথ অভিযান চালিয়ে ৮টি বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ধোপাজান চলতি নদীর ডলুরা থেকে মণিপুরি ঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ এবং সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ সিংহ। অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ সিংহ ও সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান তাঁর সাথে ছিলেন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ এবং সুনামগঞ্জ-৮ বিজিবি সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ কুমার সিংহ সুনামগঞ্জ মিররকে জানান, অভিযানের সময় বোমা মেশিন মালিকরা বোমা মেশিন ফেলে পালিয়ে যায়। পরিবেশ বিধ্বংসী ৮টি বোমা মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত