মাারূফ অমিত, সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকম

২৯ ডিসেম্বর, ২০১৪ ২০:৩৪

শীতে কাবু হরতাল



গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেপ্তারের ও সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুবকে গ্রেপ্তারের প্রতিবাদে ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হল সোমবার সন্ধ্যা ৬ টায়। 


তবে সিলেটের রাজপথে ২০ দলীয় জোটের নেতা কর্মীদের তেমন অবস্থান দেখা যায় নি। বেলা বাড়ার সাথে সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও রাজপথে নামার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে সিলেট মহানগর বিএনপি আহবায়ক কমিটি ঘোষণার পর কমিটিতে স্থানপ্রাপ্তদেরকে ‘নির্জীব, নিষ্ক্রিয়’ উল্লেখ করে বিদ্রোহীরা ব্যাপক তোড়জোড় করলেও এবার হরতালে নিজেরাই রাজপথে নেই। আহবায়ক কমিটি ঘোষণার পর সরকারবিরোধী প্রথম এই কঠোর কর্মসূচীতে সোমবার দেখা মিলেনি কোনোও বিদ্রোহী নেতাদেরকে।  




এদিকে, সকাল থেকে দূরপাল্লার কোন গাড়ি সিলেট থেকে ছেড়ে না গেলেও রেলস্টেশন থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে। নগরীর বেশ কয়েকটি পয়েন্টে রিক্সা, অটোরিকশা,ভ্যান গাড়ির চলালচল ও ছিল স্বাভাবিক। 

আপনার মন্তব্য

আলোচিত