সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৫ ২২:৪৫

সামাজিক ব্যাধি ফোর্স ম্যারেজকে না বলুন

ব্রিটিশ হাইকমিশন অফিসের হেড অফ কনস্যুলার হাসিনা রহমান বলেছেন, ফোর্স ম্যারেজ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে, ফোর্স ম্যারেজকে না বলুন। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলুন।

তিনি বলেন, ‘ব্রিটেনের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মানুষ বেশি ব্রিটেনে অবস্থান করায় ওই এলাকার মানুষের সাথে এ সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু সম্প্রতিক সময়ে নবীগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকায় ফোর্স ম্যারেজের (জোরপূর্বক বিবাহ) প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তাই যেকোন মূল্যে ফোর্স ম্যারেজের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। একই সাথে ব্রিটেনের সাথে সুসম্পর্ক অব্যাহত রাখতে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, ফোর্স ম্যারেজ প্রতিরোধে ব্রিটিশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশীদের পাশে আছে, পাশে থাকবে। প্রবাসী বাংলাদেশীরা ফোর্স ম্যারেজের শিকার হওয়ার খবর পেলে ব্রিটিশ হাইকমিশন পদক্ষেপ গ্রহণ করবে। সেক্ষেত্রে হাইকমিশনকে ফোর্স ম্যারেজের তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ৩টায় নবীগঞ্জ উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফোর্স ম্যারেজ বিষয়ক সচেতনা সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে সচেতনতামূলক নাটক ‘কইন্যা’র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাট্যব্যক্তিত্ব চম্পক সরকারের রচনায় ও আমিরুল ইসলাম বাবুর পরিচালনায় সিলেটের আঞ্চলিক ভাষার নাটক ‘কইন্যা’য় সিলেটের বিভিন্ন নাট্যদলের প্রতিভাবান বাছাইকরা নাট্যকর্মীরা অভিনয় করেন।

নাটকে অভিনয় করেন সিলেটের নাট্যশিল্পী রওশন আরা মনির রুনা, জহির খান লায়েক, মো. নুরুল হক শিপু, এখলাছ আহমেদ তন্ময়, তুহিন খান, সুমন রায়, কামরুল চৌধুরী, লোকমান আহমদ, ডলি আক্তার, কারিশমা আরা পায়েল।

ব্রিটিশ হাই কমিশন ঢাকা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের সিলেট ইনচার্জ কনস্যুলার অফিসার রাহিন মঈন চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনের কনস্যুলার ওয়ারডেন্ট প্রভাষক এনামুল কবির।

নাটক প্রদর্শনীর আগে ফোর্স ম্যারেজ বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাউল গান পরিবেশিত হয়। বাউল গান পরিবেশন করেন বাউল সূর্যলাল দাস ও বাউল শীতন কান্ত দাস। এসময় উপস্থিত ছিলেন, নাট্যকর্মী রাসেল হামিদ, শাহজাদা মিয়া, ইলিয়াস আলী সাইকন প্রমুখ। অনুষ্ঠিত কইন্যা পথনাটকে রূপসজ্জার দায়িত্ব পালন করেন সুমন রায়।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার কলেজে দুপুর ২টায় ‘কইন্যা’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত