সুনামগঞ্জ প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৫ ১৪:৩২

ছাতকে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর আপিল খারিজ

সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়নপত্র বাতিলের পর তাঁর করা আপিলও খারিজ করেছেন জেলা প্রশাসক ও  আপিল কর্তৃপক্ষ।

ঋণ খেলাপির অভিযোগে জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর নির্বাচনের জেলা আপিল কর্মকর্তা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শুক্রবার সকালে তার আপিল খারিজ করা হয়।  

গত বৃহস্পতিবার তার ঋণ খেলাপির অভিযোগের উপর শোনানি শেষে শুক্রবার তিনি এ আদেশ দেন। উল্লেখ্য এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তিনি। বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় এখন কালাম চৌধুরী আওয়ামী লীগের একক প্রার্থী। এ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হলেন সামছুর রহমান সামছু।

জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর নির্বাচনরে আপিল কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত