হবিগঞ্জ সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০১৫ ২৩:০৯

দূষণের অভিযোগে হবিগঞ্জে কারখানায় জনতার হামলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় স্থাপিত মার লিমিটেড কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এনে বিক্ষুব্ধ গ্রামবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

শুক্রবার বিকেলে এ হামলায় সাতটি গাড়িসহ অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করা হয়। হামলায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীসহ ১৫ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন জানান, কোম্পানির ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) পরীক্ষামূলক চালুর উদ্যোগ নেন।

তিনি বলেন, এ সময় পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা লাঠিসোটা নিয়ে কোম্পানিতে হামলা করে। এতে তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত