নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৪০

প্রভাতফেরি আর বর্ণমালার মিছিলে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ

একুশের প্রথম প্রহরে সহস্র মানুষের ফুলেল শ্রদ্ধার জ্ঞাপনের পর ভোর থেকেই শুরু হয় প্রভাতফেরি আর বর্ণমালার মিছিল।


রোববার (২১ ফেব্রুয়ারি) সিলেটে ফাগুনের স্নিগ্ধ ভোর থেকেই সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিদ্যালয়, পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাদা কালো পোশাকে ফুল হাতে নগ্ন পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি গাইতে গাইতে এগিয়ে চলেন শহীদ মিনারের দিকে।



সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে প্রভাতফেরি মিছিল নিয়ে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সম্মিলিত নাট্যপরিষদ নগরীর সারদা হল থেকে হাতে প্রাণের অক্ষর আর ফুল নিয়ে প্রভাতফেরির মিছিল নিয়ে আসেন শহীদ মিনারে ফুল দিতে। এসময় তাদের একুশের গান গাইতে দেখা যায়।

 



বর্ণমালার মিছিল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।  এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসে সালাম, বরকত, রফিক, জব্বারদের।








 

আপনার মন্তব্য

আলোচিত