হবিগঞ্জ প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:১৩

বাহুবলে ৪ শিশু হত্যা : ২ জন রিমান্ডে

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৌশিক আহাম্মদ খোন্দকারের আদালত এ আদেশ দেন।

দুই আসামি হলেন আজিজুর রহমান আরজু ও বশির।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আরজুর সাত ও বশিরের পাঁচদিনের হেফাজত মঞ্জুর করে আদালত।

চার শিশু হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

অন্যরা হলেন- সালেহ আহমেদ, আব্দুল আলী বাগাল,তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া।

এদের মধ্যে জুয়েল ও রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে স্কুল পড়ুয়া চার শিশু নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা লাশ পাওয়া যায়।

নিহত শিশুরা হলো স্থানীয় আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

মনির সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাত ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র।

আপনার মন্তব্য

আলোচিত