নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৪ ১৪:০৩

সালমান শাহ'র ঘাতকদের বিচারের দাবি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় ‘প্রহসনের রায়’ দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সালমান শাহ ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির নেতারা।

বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, 'আগামী ২১ ডিসেম্বর বাংলা চলচিত্রের বরপুত্রখ্যাত নায়ক সালমান শাহ হত্যা মামলার রায় দেওয়া হবে। এই মামলায় প্রহসনের রায় দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।' নেতারা বলেন, 'জনপ্রিয় নায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ১৮ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার করা হয়নি।' এই ঘটনার মূল ঘাতক আজিজ মোহাম্মদ ও তার সহযোগীদের বিচারের আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান ভক্তরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী বলেন, 'আমার সালমান শাহকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। সালমান কখনোই আত্মহত্যা করতে পারে না। অার শাহজালালের মাজারের মাটিতে আত্মহত্যার লাশ দাফন করা হয় না। আমার ছেলে আত্মহত্যা করলে এই মাঠি তাকে গ্রহণ করত না।'

আপনার মন্তব্য

আলোচিত