নিউজ ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৫ ০২:০৯

দোয়ারাবাজারে হয়ে গেল মুক্তিযোদ্ধা পুনর্মিলনী

ছবিঃ দৈনিক উত্তরপূর্ব

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ের ৫নং সাবসেক্টর কমান্ডার লে. কর্ণেল (অব) আবু সৈয়দ মো. হেলাল উদ্দিন পিএসসি বলেছেন, ‘একাত্তরে দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে জীবনের সব টুকু বিলিয়ে দিয়ে তাদের কল্যাণে কাজ করে যাবো। এখানকার প্রতিটি অঞ্চলের স্মৃতি আজো ভুলিনি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতাত্তোর এখনো এদেশের মানুষ হানাদারদের দোষরদের হাত থেকে মুক্ত হয়নি। যত দিন এদেশ রাজাকার মুক্ত হবেনা ততদিন আমাদের উদ্দেশ্য সফল হবেনা’।

গতকাল শুক্রবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর শাহ আরেফিন মোকাম মাঠে অনুষ্ঠিত স্মৃতিফলক স্থাপন ও মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল (অব) আবু সৈয়দ মো. হেলাল উদ্দিন পিএসসি এসব কথা বলেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ৫নং সাবসেক্টরের কোম্পানি কমান্ডার ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিকের সভাপতিত্বে ও আব্দুল হালিম বীরপ্রতিকের পরিচালনায় মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেহ চৌধুরী, লে. কর্ণেল (অব) আব্দুর রউফ বীরবিক্রম, লেখক অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ ড. রানা চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মেজর (অব) মাহমুদুল মাসুদ, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, আব্দুল মজিদ বীর প্রতিক, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক,  সমাজসেবী হারুন অর রশীদ, শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফর আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- একাত্তরের বীরাঙ্গনা কাকন বিবি বীরপ্রতিক, মুনসুর আহমদ প্রমুখ।

পরে মহব্বতপুর শাহ আরেফিন মোকামে অসংখ্য মুক্তিযোদ্ধাদের গণকবর ও তাদের স্মৃতি সংরক্ষণের জন্য নিজ অর্থায়নে স্মৃতিফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লে. কর্ণেল (অব) আবু সৈয়দ মো. হেলাল উদ্দিন পিএসসি।


আপনার মন্তব্য

আলোচিত