হবিগঞ্জ প্রতিনিধি

১৭ মে, ২০১৬ ২৩:৪৪

হবিগঞ্জে বিচারক না থাকায় কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠিত হয়নি

হবিগঞ্জে বিচারক না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ.এম.এস.কিবরিয়া হত্যা মামলায় মঙ্গলবার অভিযোগ গঠন হয়নি। এই মামলায় আগামী ২০ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি.কে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ জন আসামী কারাগারে রয়েছেন। ৮ জন আসামী জামিনে রয়েছেন। এই মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন আসামী পলাতক রয়েছেন।

গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল - ১ আদালতের বিচারক আতাব উল্লাহ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চালানোর আদেশ দেন। মঙ্গলবার এই মামলার নির্ধারিত তারিখে বিচারক না থাকায় আসামীদের কাউকে আদালতে হাজির করা হয়নি।

প্রসঙ্গত, ২০০৫ সালের ৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যদের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের  গ্রেনেড  হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ. এম.এস. কিবরিয়াসহ ৫ জন।

আপনার মন্তব্য

আলোচিত