বিশ্বনাথ প্রতিনিধি

৩০ জুলাই, ২০১৬ ১৯:৩৪

জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বনাথ প্রেসক্লাবের মানববন্ধন

মানববন্ধনের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব।

জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী শিক্ষক, সাংবাদিক বিশ্বনাথ নতুন ও পুরনো বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।

শনিবার (৩০ জুলাই) বিকেলে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিরাজমান জঙ্গিবাদসহ সকল প্রকার সন্ত্রাস-দুর্নীতি নির্মূল করা সম্ভব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে আগামী প্রজন্ম কোনো প্রকার অপরাধে জড়িত হবে না, বরং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। তাই সচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের প্রত্যেককে আন্তরিক হতে হবে, সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে হবে।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক মধু মিয়া, হেফাজতে ইসলামের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশিক আলী, মোসাদ্দিক হোসেন সাজুল, নতুনবাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।

এসময় ইউসিবি ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মছব্বির আলী, খেলাফত মজলিস সভাপতি আব্দুল মতিন, উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম-সম্পাদক এনামুল হক মামুন, যুবলীগ নেতা রুনু কান্ত দে, প্রবাসী জসিম উদ্দিন জুনেদ, দারুল হিকমাহ এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইউপি সদস্য হাজী ফজর আলী, ইছহাক আলী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, দফতর সম্পাদক শুকরান আহমেদ রানা, প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক আব্দুস সালাম, শফিকুল ইসলাম শফিক, বিশিষ্ট ব্যবসায়ী, কাওছার আহমদ, খলিল আহমদ, আফলাব আহমদ, শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউল সমুজ মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল হক, দর্জি কল্যাণ সংস্থার সভাপতি এম. কাওছার আহমদ, আলী হোসেন, রিপন তানবীর, আব্দুল হক, রাজা মিয়া, মোহাম্মদ আমির, জুবায়ের আহমদ রাজু, নুরুল ইসলাম, শেখ কামালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত