কুলাউড়া প্রতিনিধি

৩০ জুলাই, ২০১৬ ১৯:৪৬

কুলাউড়ায় দুই বখাটের কারদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম ইভটিজিংয়ের দায়ে একজনকে এক বছরের ও মদ্যপান করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য অপর আরেকজনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইফুল মিয়া (২৩) ও ইস্পাহানী গাজীপুর চা বাগান এলাকার বাসিন্দা ড্যানিয়েল ব্যাগ ম্যানের ছেলে ওয়াটসন ব্যাগম্যান (৩৫)।

জানা গেছে, উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো সাইফুল। এমন অভিযোগের প্রেক্ষিতে সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাইফুলকে আটক করে নিয়ে আসলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এদিকে, ইস্পাহানী গাজীপুর এলাকায় মদ্যপান করে উচ্ছৃঙ্খলতা ও মাতলামি করলে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এসআই মো. সাব্বির আহসান তাকে ঘটনাস্থল থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত