সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৬ ১৫:৪২

কাকলি শপিং সেন্টারে হামলার ঘটনায় স্মারকলিপি প্রদান

কাকলী শপিং সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় রোববার (৩১ জুলাই) সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে বিপ্লব রায় লিটনের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী নিয়ে কাকলী শপিং সেন্টারে হামলা চালায়। সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়ে মার্কেট ভাংচুর ও দোকান লুটপাট করে।

উক্ত ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়। সিলেটের জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া, মহানগর ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাজমূল হক, সিনিয়র সহ সভাপতি আব্দুর রকিব শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক হাজী মো. সাদিকুর রহমান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহসানুল হক তাহের, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সচিব মো. জাকারিয়া ইমরুল, কাকলী শপিং সেন্টারের এমডি মুজিবুল হক জাবেদ, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ সভাপতি গাজী আব্দুল মাসুদ, কাকলী শপিং সেন্টারের ডিএমডি এনামূল হক খুর্শেদ, ব্যবসায়ী মুনসুর আহমদ, সুরত আলী সহ প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ী।

আপনার মন্তব্য

আলোচিত