সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৬ ১৭:২৬

‘সিলেট সফরকালে প্রধানমন্ত্রীকে ইলিয়াস আলীর অবস্থান স্পষ্ট করতে হবে’

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম.ইলিয়াস আলী গুমের ৫৫ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ফিরে না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে  অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে (১৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেন ইলিয়াস আলী সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা। জাতীয় রাজনীতিতেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বৃহত্তর সিলেটের মানুষ তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল। সুতরাং ইলিয়াস আলীকে গুম করে বৃহত্তর সিলেটবাসীর আবেগ অনুভূতিতে আঘাত করা হয়েছে।

বক্তারা সিলেট বাসীর আবেগ অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে ২৩ নভেম্বর সিলেট সফরকালে ইলিয়াস আলীর অবস্থান স্পষ্ট করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় বর্তমান ক্ষমতাসীনদেরকে ইলিয়াস আলী গুমের খেসারত একদিন দিতেই হবে। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মখন মিয়ার চেয়ারম্যানের সভাপতিত্বে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা কবির শেপী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জোহরা জেসমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ইলিয়াস মুক্তি যুুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সহিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা ছাত্রদলের কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাবেক ছাত্রদল নেতা আমিনুজ্জামান জোয়াহির, সাবেক ছাত্রনেতা ও মহানগর বিএনপি নেতা কামাল হাসান জুয়েল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাও: কাজী নুরুল হক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল হক খোকন, জেলা মহিলা দলের সহ-সভাপতি আসমাউল হাসনা খান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আমেনা বেগম রুমি, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি অর্পন ঘোষ, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক রায়হাদ বক্স রাক্কু, যুগ্ম আহবায়ক খালেদুর রশিদ ঝলক, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, মহিলা দল নেত্রী ফারজানা বখ্ত রাহেনা, স্বেচ্ছাসেবক দল নেতা এডভোকেট ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা  শামীম আহমদ লোকমান, আছাব আলী, জাবেদ আহমদ জীবন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সুহেল ও ফাহিম রহমান মৌসুম, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মুহিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন নুরুল, সদস্য শাহাদাত খান, সদস্য আশরাফ উদ্দিন রাজিব, নুরুল ইসলাম রুহুল, কবির খান, লয়লুছ মিয়া, জুয়েল আহমদ, আম্বিয়া বেগম, সালমা বেগম, মিলি বেগম, মারজানা বেগম, শাহিন আহমদ, হাসান আহমদ মাছুম, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, সহ-মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক
তাজুল ইসলাম সাজু, সদস্য শেখ শামসুদ্দিন শামসুল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজ্জাক খান রাজ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ মাছুম, শাহ্ র্খুরম ডিগ্রি কলেজ ছাত্রদলের এস.কে শাহিন, শামিম আহমদ, রনি পাল, আশিকুর রহমান আশিক, শামীম আহমদ, রাসেল আহমদ, আলাল আহমদ, জেলা সদস্য মোহাম্মদ পারভেজ, কয়েস আহমদ, ইমরান হোসেন, জাহেদুর রহমান জাহেদ, টিপু সুলতান, জুনাঈদ আহমদ জুনেদ, আতিকুল ইসলাম নাঈম, রিয়াজ উদ্দিন ইমরান, কয়ছর আহমদ সাহেদ, মোজাম্মেল হক, নুরুল হাসান চৌধুরী রাজা, মহানগর ছাত্রদলের সদস্য সৈয়দ মিনহাজ, জেলা সদস্য জুনেদ আহমদ, সাহেব খান, জাহাঙ্গির আলম, জেলা ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, তোফায়েল আহমদ, তাফসির আহমদ, সুমিত চক্রবর্তী, মোস্তাক আহমদ, আশফাক আহমদ, ইমরান আহমদ, নজরুল ইসলাম, শফিকুল হক শামীম, পারভেজ চৌধুরী, রোমান আহমদ, আহরার আহমদ, আলমগীর আহমদ, সানী আহমদ, মিজানুর রহমান রুমেল, ফখরুল ইসলাম, মামুন আহমদ, রাজন তালুকদার, সবুজ খান, মিলন মির্জা, রায়হান আহমদ, ছয়ফুল ইসলাম, সায়েক আহমদ, সাধক, সৈয়দ শাহ্নুর আহমদ, সৈয়দ আব্দুল আলিম, সৈয়দ সাব্বির আহমদ, বদরুল ইসলাম, শাফিউল ইসলাম, মিজানুর রহমান, আল-আমিন, সাহেল আহমদ, মারজান আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত