নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ০৯:৩০

কুলাউড়ায় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অর্ধশত

বুধবার দিবাগত রাত পৌনে তিনটা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে

ফাইল ছবি

কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৫০ জন আহত হয়েছেন। সিলেটের সাথে রেল যোগাযোগ বিছিন্ন রয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বুধবার গভীর রাতে সিলেট চট্টগ্রাম লাইনের আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় অর্ধশধাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে তিনটা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে আড়াইটা বেজে যেতে পারে। বুধবার রাতে টিলাগাঁও ও মনু রেলওয়ে স্টেশনের মাঝখানে চকশালন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।|

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

কুলাউড়া উপজেলার ওসি (তদন্ত) আতিকুল রহমান জানিয়েছেন, এই দুর্ঘটনায় কেউ নিহত না হলেও ধারণা করা হচ্ছে, আহতের সংখ্যা অর্ধশতাধিক।|

আপনার মন্তব্য

আলোচিত