নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০১৭ ১৪:১০

সোবহানীঘাটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে অন্য কর্মীরা

আহত ছাত্রলীগ কর্মী সাঈদ

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার জালালাবাদ কলেজের সামনে কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোপানো হয়েছে ছাত্রলীগের এক কর্মীকে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কলেজের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের একই গ্রুপের দুই উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০/১২ জন ছাত্রলীগ কর্মী মিলে কুপিয়ে আহত করেন ছাত্রলীগের অপর কর্মী সাঈদ (২১) কে।

স্থানীয়রা জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাকিলের অনুসারি কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে কলেজের সামনে পার্কিং করে রাখেন। এসময় অপর গ্রুপের কর্মীরা বাধা দিলে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে ১০/১২ জন মিলে কোপান সাইদকে। 

আশংকাজনক অবস্থায় সাঈদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর অপারেশন চলছে। তার হাতে ও পেটে গুরুতর জখম রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

আহত সাঈদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। তিনি জালালাবাদ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত