বড়লেখা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৪৫

ছয় কোটি টাকায় নির্মিত বড়লেখা থানা ভবনে তিন মাসেই ফাটল

উদ্বোধনের তিন মাসের মাথায় মৌলভীবাজারের বড়লেখা থানা ভবনের পিলারে ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে বৃষ্টির পানি। ভবনটির দক্ষিণ দিকের একটি পিলার, দেয়াল ও ছাদে অসংখ্য চিকন ফাটল দেখা দিয়েছে। গত বছরের ২৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি থানা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভবনটি নির্মাণে প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (২০ ফেব্রয়ারি) সোমবারের বৃষ্টিতে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়েছে ৪র্থ তলার সহকারী সাব-ইন্সপেক্টর ও কন্সস্টেবলদের ব্যারাকে। বৃষ্টির পানি পড়ে ৪র্থ তলায় সহকারী সাব-ইন্সপেক্টরদের রুমের বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে পড়ে। গত ৩ দিন অন্ধকারে ছিল এ ব্যারাকটি।

সরেজমিনে দেখা গেছে, থানা ভবনের দক্ষিণ পাশের একটি পিলারের নিচের অংশে ফাটল দেখা দেয়। এছাড়া ভবনের বাইরের ভূমি সংলগ্ন স্কাটিং লাইনেও ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদে দেখা দিয়েছে অংসখ্য চিকন ফাটল। ভবনটির বিভিন্ন স্থানেও বেশ কয়েকটি ফাটল রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত এ থানা ভবনটি উদ্বোধনের আগে স্থানীয় পুলিশের পক্ষ থেকে অনেক অভিযোগ কারা হয়। উদ্বোধনের আগে ভেঙে পড়ে সেফটি ট্যাংক। নির্মাণ কাজের বিভিন্ন ত্রুটির বিষয়টি নিয়ে তখন ঠিকাদারের লোকজনের সাথে অভিযোগ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা আমলে নেয়নি। ৪র্থ তলায় থানার কন্সস্টেবল আজগর আলী ব্যারাকে তাঁর বেড দেখিয়ে বলেন, ‘অল্প বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে বিছানা ভিজেছে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পিলারের ফাটল ও ছাদ চুইয়ে পানি পাড়া খবর পেয়ে থানায় দেখতে আসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী অমল পাল। তিনি ছাদে চিকন ফাটলের কথা স্বীকার করলেও কথা বলতে রাজি হননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, ‘ছাদের উপরে জল ছাদ থাকে। এটাতে একটু সমস্যা হয়েছে। এটা দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পিলারটি মূল ভবনের বাইরের। এতে সমস্যা হবে না।’

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ভবনের দক্ষিণ পাশের দেয়ালে ফাটল ও ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অল্প বৃষ্টিতে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে সহকারী সাব-ইন্সপেক্টরদের রুমের বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে গেছে। এছাড়া দেয়াল ও ছাদে অসংখ্য চিকন ফাটল দেখা দিয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত